বাসন্তী: ২০০২ সালে ভোটার তালিকায় নাম পাওয়া গেল না SIR,ফুলমালঞ্চ অঞ্চলের অন্তর্গত ১০ নম্বর গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মন্ডল।
বাসন্তী ২০০২ সালে ভোটার তালিকায় নাম পাওয়া গেল না? ফুল মালঞ্চ অঞ্চলের অন্তর্গত ১০ নম্বর গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মন্ডল,গত 5-6 বছর ধরে বসবাস করছেন বাসন্তী তে কিন্তু গত 28 বছর আগে ভারতে আসেন কুলতলী এলাকায় ভোটার তালিকায় নাম নেই SIR শুরু হতেই,চিন্তায় পড়েছেন বাংলাদেশ থেকে আসা দেবেন্দ্রনাথ মন্ডলের সপরিবার ধর্মীয় কারণে তিনি ভারতে পা রাখেন কুলতলী থানা এলাকায়,SIR শুরু হতেই চিন্তায় পড়েছেন দেবেন্দ্রনাথ মন্ডল ভোটার লিস্টে নাম না থাকায় 2025 সালে।