খানাকুল ১: গোঘাটে একই পরিবারের সাতজনের নাম ভোটার তালিকা থেকে উধাও,SIR আতঙ্ক পরিবারে,শাসক বিরোধী তরজা তুঙ্গে
একই পরিবারের সাতজনের নাম ভোটার তালিকা থেকে উধাও,SIR আতঙ্ক পরিবারে।জানা গেছে,গোঘাটের হরিশ্চন্দ্রপুরের অসীম পোড়েল পেশায় কৃষক।তাঁর মা সহ কারও নাম নেই তালিকায়।মাঠে ধান কাটার কাজ ফেলে তাঁদের কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে।চিন্তায় রাতের ঘুম উবেছে।তাঁদের কাছে এখনও এনুমারেশন ফর্মও আসেনি।যদিও এরজন্য বিজেপিকে দায়ী করার পাশাপাশি তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে শাসক দল।অন্যদিকে তৃণমূল সরকারকে দায়ী করেছে বিজেপি।