পুরাতন মালদা: সর্দার বল্লভ ভাই পটেলের দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে পুরাতন মালদায় পদযাত্রা বিজেপির
পুরাতন মালদা: সর্দার বল্লভ ভাই প্যাটেলের দেড়শ তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে বিজেপির উদ্যোগে এক পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল নটা নাগাদ পুরাতন মালদার সদরঘাট এলাকা থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ বিজেপির একাধিক নেতৃত্ব। এদিনের কর্মসূচির মধ্য দিয়ে দেশপ্রেম ও ঐক্যের বার্তা বহনকারী ‘আয়রন ম্যান’ সর্দার প্যাটেলের স্মৃতিচারণা করা হয়।