রাজগঞ্জ: খেরকাটাবস্তিতে ফের চিতাবাঘে বাড়ির উঠোন থেকে এক শিশুকে তুলে নিয়ে গেল, হাসপাতালে মৃত্যু হল
ফের চিতাবাঘে তুলে নিয়ে গেল ১২ বছরের এক শিশুকে। মৃত অবস্থায় বাড়ির অদূরে ঝোপজঙ্গল থেকে ক্ষতবিক্ষত অবস্থায় অষ্মিত রায় নামে শিশুকে উদ্ধার করেন এক বাসিন্দা। মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬ টা নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটার আংড়াভাষা ১ নম্বর পঞ্চায়েতের দক্ষিন খেরকাটা গ্রামে। অষ্মিত বাড়ির উঠোনে খেলছিল। বাড়ির পাশেই ঘন ঝোপঝাড়।বাড়ির সামনে দোকানে গিয়েছিল চিপস কিনতে।ফেরার সময় ঝোপ থেকে প্রমান সাইজের চিতাবাঘ বেড়িয়ে এসে অষ্মিত কে তুলে নিয়ে যায়।