পুরাতন মালদা: জনগণের সুবিধার্থে “SIR” ফর্ম পূরণে সহায়তা দিতে জামতলা মোর এলাকায় খোলা হলো সহায়তা কেন্দ্র
পুরাতন মালদা, শুক্রবারঃ জনগণের সুবিধার্থে “SIR” ফর্ম পূরণে সহায়তা দিতে পুরাতন মালদার ৭ নম্বর ওয়ার্ডের জামতলা মোর এলাকায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চালু হল “SIR” সহায়তা কেন্দ্র।শুক্রবার দুপুর বারোটা নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ ও শত্রুঘ্ন সিংহ বর্মা। কাউন্সিলর শত্রুঘ্ন সিংহ বর্মা জানান, মানুষের পাশে থেকে প্রশাসনিক পরিষেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।