দেশপ্রাণ: পরিঘরা সংসদে ঢালাই রাস্তার নির্মাণের আজ উদ্বোধন করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের ভাজাচাউলী গ্ৰাম পঞ্চায়েতের পরিঘরা সংসদে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে ঢালাই রাস্তার নির্মাণের শুভ উদ্বোধন করলেন বিকাশ চন্দ্র বেজ সভাপতি পঞ্চায়েত সমিতি, নন্দদুলাল মাইতি প্রধান ভাজাচাউলী গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবী গন।পরিঘরা সংসদের মানুষজন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে এই রাস্তাটি অন্তর্ভুক্ত করে ছিল। আজ সেই বেহাল রাস্তা ঢালাই রাস্তা নির্