গুসকরার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সহায়তা শিবিরে লাগানো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে রক্ত লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো। ঘটনাটি নজরে আসতেই বুধবার আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা নাগাদ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পাশাপাশি উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্ব বৃন্দও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।