হরিশ্চন্দ্রপুর ১: ভয়াবহ আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বাড়ি, মাখনা গ্রামের ঘটনায় অসহায় দুটি পরিবার
ভয়াবহ আগুনের ঘটনায় পুড়ে ছাই হলো হরিশ্চন্দ্রপুরের তুর জায়গাটার এই মাখনা এলাকার দুই ভাইয়ের বাড়ির। অনন্ত সিংহ ও রসিকা সিংহ এই দুই ভাইয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। জানা গেছে রসিকা সিংহের স্ত্রী সন্ধ্যাবাতি জ্বালিয়েছিল আর সেই থেকেই হঠাৎ করে বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা সবকিছুই পুড়ে ছারখার হয়ে যায়। পাট খাদ্যশস্য পোষাক আসবাবপত্র সবকিছুই পুড়ে ছাই হয়েছে দুই ভাইয়ের। ঘটনায় সরকারিভাবে সহযোগিতা করা হোক দাবি করছে পরিবারবর্গ সহ গ্রামবাসী।