ঝাড়গ্রাম: এসআইআর ও টোটো রেজিস্ট্রশন নিয়ে ঝাড়গ্রামে টোটো চালকদের নিয়ে বৈঠক INTTUC-র
রাজ্যজুড়ে এসআইআর-র কাজ চলছে। টোটো চালকদের নিয়ে সচেতনতা শিবির করল তৃণমূলের শ্রমিক সংগঠন। পাশাপাশি টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে অবস্থিত ফেডারেশন হলে আইএনটিটিইউসি উন্মোদিত ঝাড়গ্রাম জেলা টোটো চালক সংগঠনের সদস্যদের নিয়ে এসআইআর এবং টোটো রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে দীর্ঘ আলোচনা করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি মহাশিস মাহাতো।