ধূপগুড়ি: SIR আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু,বর্মনপাড়ায় BLO বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৮০ বছরের এক বৃদ্ধের
এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! বৃহস্পতিবার বিএলও বাড়িতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৮০ বছরের এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির বারোঘরিয়া অঞ্চলের বর্মনপাড়ার ১৭০ নম্বর বুথে। মৃতের নাম লালুরাম বর্মন (৮০)। জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম ছিল না বহুবছর আগে বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা লালুরামের। এর মধ্যে এসআইআর চালু হওয়ায় চূড়ান্ত আতঙ্কের মধ্যে ছিলেন তিনি। যার জেরে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।