দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত বাঁকুড়া মোড়ে সোনু শুক্লা ও দীপক দাস এর নেতৃত্বে সনাতনী ঐক্য মঞ্চের তরফে একটি সভার আয়োজন করা হয় মঙ্গলবার সাড়ে ছটায়। সভায় মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতা তথা সনাতনী ঐক্য মঞ্চের সদস্য সুমন্ত মন্ডল, অভিজিৎ দত্ত, কল্যান দুবে সহ অন্যান্যরা।এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাবরি মসজিদ প্রসঙ্গে তিনি মুখ খুলেন।