সীতাই: ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত এক! সিতাই ব্লকের পূর্ব ভাড়ালিতে পারিবারিক বিবাদের জেরে ঘটে এই ঘটনা
ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত এক!সিতাই ব্লকের পূর্ব ভাড়ালিতে সোমবার সকাল ১১টা নাগাদ পারিবারিক বিবাদের জেরে এক মর্মান্তিক ঘটনা ঘটে। একই বংশের দুই পরিবারের মধ্যে বচসা থেকে হাতাহাতিতে রূপ নেয়, যার জেরে মাথায় গুরুতর জখম হন নমিতা বর্মন নামে এক মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে কল্যাণী বর্মন ও তার বোনের মধ্যে ঝগড়া বাধে। সেই সময় নমিতা বর্মনও সেখানে উপস্থিত ছিলেন। এক ভ্যানচালক নমিতা বর্মনকে প্রশ্ন করেন, “এদের বাড়িতে কী নিয়ে এমন ঝগড়া?” সেই ক