সিঙ্গুর: হুগলির ভদ্রেশ্বরে ২৩৩ তম বর্ষের তেতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজার উদ্বোধন
Singur, Hooghly | Oct 26, 2025 রবিবার ২৩৩ তম বর্ষের হুগলির ভদ্রেশ্বরে তেতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজার উদ্বোধন। পূজা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না, শ্রীরামপুর হুগলী সংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানী বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, হরিপালের বিধায়ক ডাক্তার করবি মান্না এবং অন্যান্য বহুবিশিষ্ট ব্যক্তিরা।