বসিরহাট ১: বিনা চিকিৎসায় রোগী মৃত্যুকে ঘিরে উত্তেজনা বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে
বিনা চিকিৎসায় ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে উত্তেজনা। গত কাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সন্দেশখালির এক নম্বর ব্লকের কালিনগর দক্ষিণ বেদেমারি গ্রামে ববিতা সরদার নামে ১৩ বছরের ষষ্ঠ শ্রেনীর এক স্কুল ছাত্রী সামান্য জ্বর হাতপা গায়ে অসোয্য ব্যাথা নিয়ে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। অভিযোগ ভর্তী হওয়ার পর থেকে সারারাত তার কোন চিকিৎসা হয়নি বার বার নার্সের কাছে ছুটে গেলেও অভিযোগ ডাক্তার নেই বলে তা