কুমারগ্রাম: 'BJP সাংসদ মনোজ টিগ্গা BDO-র সঙ্গে গুন্ডামি ও মস্তানি করেছেন', নিউল্যান্ডস চা-বাগানে বললেন তৃণমূলের জেলা সভাপতি
'মনোজ টিগ্গা বিডিও'র সঙ্গে গুন্ডামি ও মস্তানি করেছেন। এদের মাথা খারাপ হয়ে গিয়েছে।' শনিবার কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস চা-বাগানে এই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিকবড়াইক। উল্লেখ্য, গতকাল অর্থাৎ শুক্রবার মাদারিহাট-বীরপাড়া ব্লকের বিডিও অমিত চৌরাসিয়ার সঙ্গে বাগবিতন্ডায় জড়িয়ে পড়েন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। বিষয়টি নিয়ে সাংসদের সমালোচনায় সরব হন তৃণমূলের জেলা সভাপতি।