আমডাঙা: ব্যারাকপুর বারাসাত রোডে যান জট নিয়ন্ত্রণে আনতে বেধে দেওয়া হলো টোটো চলাচলের সময়সীমা
ব্যারাকপুর বারাসাত রোডের ওয়ারলেস মোড় থেকে ব্যারাকপুর রেল স্টেশন পর্যন্ত টোটো চলাচল নিয়ন্ত্রণে আনতে এবং যানজট আটকাতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে বেঁধে দেওয়া হল টোটো চলাচলের সময়সীমা, যেখানে ব্যারাকপুর রেলস্টেশনের দিক থেকে ওয়ারলেস মোড়ের দিকে ব্যারাকপুর লালকুঠি উড়ালপুল ধরে যাওয়া টোটো গুলিকে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত লালকুঠি উড়ালপুল দিয়ে যেতে দেওয়া হবে না তাদেরকে ব্যবহার করতে হবে জেআরআর রোড ঠিক একই ভাবে দুপুর বারো