কোচবিহার ১: লালকেল্লা সামনে বিস্ফোরণের পর প্রতিনিয়ত নিপার ডগ দিয়ে তল্লাশি চালানো হচ্ছে কোচবিহার মদনমোহন মন্দির ও রাস মেলা চত্বর
উত্তরপূর্ব ভারতের সবথেকে বড় মেলা কোচবিহারের রাস মেলা। আর এই মেলা কে কেন্দ্র করে সব সময় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে। তবে সম্প্রতি লালকেল্লার বিস্ফোরণের পর থেকে আরো যেন বাত্তি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কোচবিহার শহরকে। প্রতিনিয়ত মদনমোহন মন্দির ও রাস মেলা বিস্তীর্ণ এলাকায় চলছে পুলিশি নজরদারি এমনকি নিপার ডগ দিয়েও চলছে তল্লাশি। সন্দেহভাজন কোন গাড়ি বস্তু অথবা ব্যাক পড়ে থাকলেও তল্লাশি চালাচ্ছে পুলিশ আধিকারিকর