বারাসত ২: SIR নিয়ে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই,কির্তিপুরে বললেন পঞ্চায়েত প্রধান কৃষ্ণা পাত্র
এস আই আর নিয়ে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই, শনিবার বিকেল তিনটে নাগাদ বারাসত ২ ব্লকের কির্তিপুর এলাকায় বললেন,কির্তিপুর ১ পঞ্চায়েত প্রধান কৃষ্ণা পাত্র।উল্লেখ থাকে চলতি ইংরেজি মাসের চার তারিখ থেকে রাজ্যে এস আই আর লাগু হয়েছে। তারপর বিভিন্ন যায়গায় এস আই আর আতঙ্কে আত্মহত্যা এবং এবং আত্মহত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।এই বিষয়ে বিস্তারিত কি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান কৃষ্ণা পাত্র শুনুন।