৩দিন ধরে চলা ভর্তি প্রক্রিয়া শেষ হলো সোমবার দুপুর ২টোয়।জানা গেছে পানাগড় বায়ু সেনা ছাউনি অর্থাৎ অর্জন সিং এয়ারফোর্স স্টেশনে গত তিন দিন ধরে সিভিলে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলে।এই ভর্তি প্রক্রিয়ায় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পরিক্ষার্থীরা পরীক্ষার্থী দিতে আসে পানাগড়ে।যার কারণে পানাগড় বায়ু সেনা ছাউনির চার পাশে ছিল প্রশাসনের কড়া নজরদারি।কড়া নজরদারিতে এদিন চলা পরীক্ষা সোমবার দুপুর ২টোয় শেষ হয়।