ময়ূরেশ্বর ১: মল্লারপুরে SIR ক্যাম্প পরিদর্শন করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ
আজ বীরভূমের ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লারপুরে SIR ক্যাম্প পরিদর্শন করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল। মূলত মল্লারপুর এলাকার যে সমস্ত ব্যক্তিরা SIR এর ফরম ফিলাপ করতে পারছেন না তাদের জন্য মল্লারপুরে তৃণমূলের পক্ষ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয় আর আজ দুপুরে সেই ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি ক্যাম্প পরিদর্শন করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল।