নন্দীগ্রাম ১: জন সচেতনতার লক্ষ্যে আজ নন্দীগ্রাম বাজারে এডস বিরোধী পদযাত্রায় সামিল সীতানন্দ কলেজের ছাত্র ছাত্রীরা
পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সীতানন্দ কলেজের NSS বিভাগের ছাত্র ছাত্রীরা আজ বিশ্ব এডস দিবসে এডস রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়াতে এডস রোগ বিরোধী পদযাত্রায় সামিল হয়। এই পদযাত্রা টি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ থেকে শুরু করে নন্দীগ্রাম বাজারের উপর দিয়ে থানা মোড় হয়ে সুপার স্পেসিলিটি হাসপাতাল পর্যন্ত যায়