নলহাটি ১: বিশ্বকর্মা পুজো উপলক্ষে ৫১ পীঠের ১ সতী পীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে নিজ নিজ মোটরবাইকে পুজো দিতে ভিড় এলাকাবাসীর
বিশ্বকর্মা পুজো উপলক্ষে ৫১ পীঠের ১ সতী পীঠ নলহাটি নলাটেশ্বরী মন্দিরে নিজ নিজ মোটরবাইকে পুজো দিতে ভিড় এলাকাবাসীর। আজ বুধবার বিশ্বকর্মা পুজো এই উপলক্ষে নিজের নিজের মোটরবাইক পূজো দিতে বাইক চালকরা ভিড় করেছেন নলহাটি নলাটেশ্বরী মন্দির প্রাঙ্গণে, আজ সকাল দশটা নাগাদ সেই চিত্রই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। নলহাটি শহর তথা আশেপাশে এলাকার মানুষজন আজ সকাল থেকে আসছেন নলহাটি নলাটেশ্বরী মন্দির প্রাঙ্গণে এবং মন্দিরের পুরোহিত দ্বারা পূজো করাচ্ছেন নিজের মোটরবাইককে।