ঝাড়গ্রাম: ৭২ ঘন্টার মধ্যেই তৈরি হল রাস্তা, বৌবাজার থেকে কিৎমত জামবেদ্যা পর্যন্ত রাস্তা পরিদর্শন পঞ্চায়েত সমিতির সভাপতির
৭২ ঘণ্টার মধ্যে রাস্তা সংস্কারের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছিল গ্রামবাসীরা। সেইমতো জেসিবি, ট্রাক্টরের সাহায্যে মাটি দিয়ে বৃষ্টির জলে ধুয়ে যাওয়া রাস্তা হাঁটাচলা যোগ্য করে তুললো প্রশাসন। শুক্রবার দুপুরে ঝাড়গ্রামের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের বৌবাজার মোড় থেকে কিৎমত জামবেদ্যা গ্রাম পর্যন্ত ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা, বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার নির্মাণ সহায়ক সুদীপ গিরি সহ ব্লকের আধিকারিকরা রাস্তার কাজ পরিদর্শন করেন।