SIR এর দ্বিতীয় দিনেও বহরমপুরে শুরু এনামুরেশন ফর্ম বিলি। এদিন বহরমপুরের গোরাবাজার এলাকায় বিএলও বাড়ি বাড়ি এনামুরেশন ফর্ম বিলি শুরু করেন এবং ভোটারদের হাতে ফর্ম দেওয়ার সময় ফর্ম পূরণের নিয়মবলি বলে দেন বিএলও।
বহরমপুর: SIR এর দ্বিতীয় দিনেও বহরমপুর গোরাবাজার জমিদারি পাড়ায় বাড়ি বাড়ি এনামুরেশন ফর্ম বিলি বিএলও-র - Berhampore News