আজ বাঁকুড়া সাইবার ক্রাইম থানার পক্ষ থেকে বাঁকুড়ার জহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সাইবার অপরাধ সংক্রান্ত একটি সচেতনতা কর্মসূচি আয়োজিত হয়। আজকের কর্মসূচিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে নিরাপদ থাকার উপায়, সাইবার হুমকি চিহ্নিতকরণ এবং সাইবার জালিয়াতি প্রতিরোধের উপায় সম্পর্কে আলোচনা করা হয়। আজকের এই সাইবার সচেতনতা শিবিরে প্রায় ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।