বারাসাত ১: স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে বারাসাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলো স্বামী
স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে বারাসাতে শ্বশুরবাড়ির সামনে ধরনায় বসলো স্বামী জানা গেছে প্রায় ১৫ বছর আগে টিনামনি মন্ডলের সঙ্গে বিয়ে হয় বেচারাম বাবুর। তাদের দুটি সন্তানও রয়েছে। কিন্তু প্রায় নয় মাস আগে হঠাৎ শ্বশুরবাড়ি ছেড়ে চলে যান টিনামনি। তারপর থেকে স্ত্রী ও সন্তানদের ফিরে পেতে কখনো থানায় গেছেন আবার কখনো শ্বশুরবাড়িতে দৌড়ে গিয়েছেন বেচারামবাবু। তবুও কোন ফল মেলেনি। অবশেষে অসহায় হয়ে বুধবার বেলা এগারোটা নাগাদ বারাসাত অশ্বিনী পল্লী এলাকায় শ্বশুরবাড়ি