তমলুক শহরে গ্রামীণ চিকিৎসক সংগঠন এর উদ্যোগে জেলা কমিটি চতুর্থ সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলন থেকে গ্রামীণ চিকিৎসকদের সরকারিভাবে নথিভূক্তকরণ শংসাপত্র প্রদান পুলিশি হয়রানি বন্ধ সহ একাধিক দাবি তোলা হয় |এই সম্মেলনে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান চঞ্চল খাড়া জেলা সম্পাদক রামচন্দ্র সাদ্রা সহ-সভাপতি যুগল পাখিরা কোষাধক্ষ্য তিমির কান্তি দাস রাজ্য সভাপতি প্রানোতোষ মাইতি সহ অন্যান্য ব্যক্তিবর্গরা