ইসলামপুর: আবারও টোটো চুরি। এবার ইসলামপুর পৌরসভার সামনে থেকেই টোটো চুরি। পর পর টোটো চুরির ঘটনায় আতঙ্ক টোটো চালকরা
আবারও টোটো চুরি। এবার ইসলামপুর পৌরসভার সামনে থেকেই টোটো চুরি। পর পর টোটো চুরির ঘটনায় আতঙ্ক টোটো চালকরা। এই ঘটনাকে কেন্দ্র ইসলামপুর শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। টোটো চালকদের সূত্রে জানাগিয়েছে আজ দুপুর ১ টা সময় ইসলামপুর পৌরসভায় পৌরসভায় টোটো চালকদের মিটিং ছিলো।মিটিং এসে টোটো খোয়ালেন এক টোটো চালক। মিটিং শেসে এসে দেখে তার টোটো নেই।অনেক খোঁজাখোজি করেও টোটো না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন টোটো চালক আজমাল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর