সামনের মাসেই ঠিক হয়েছিল বিয়ে স্ত্রী জন্য বেনারসী কিনব বলে বাড়ি থেকে বেরোনোর পর আর বাড়ি ফেরেনি যুবক, শুক্রবার সকালে পুকুর থেকে যুবকের রহস্যজনক ভাবে দুটি পায়ে জুতোর দড়ি বাধা অবস্থায় যুবকের দেহ উদ্ধার। কাটোয়ার ধোবা পুকুর থেকে শুক্রবার সকালে স্থানীয় এলাকার এক কিশোর প্রথমে মৃতদেহ দেখতে পায়। এরপরই লোকজন জড়ো হতে থাকে। পরবর্তী সময়ে জানা যায় মৃত ওই যুবকের নাম কার্তিক মাঝি বাড়ি কাটোয়ার ৭ নম্বর ওয়ার্ডের ভূতনাথ তলা এলাকায়।