বসিরহাট ১: বিজেপির জেলা সভাপতি সহ বিজেপি নেতাদের নামে পোস্টার, বসিরহাট থেকে প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতির
হিঙ্গলগঞ্জের *গোবিন্দকাটি* পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পড়েছে পোস্টার। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি *সুকল্যান বৈদ্য* *জুতি চ্যাটার্জী* এর নামে সহ পড়লো পোস্টার ।তাতে লেখা- শুভেন্দু অধিকারীর নাম ভাঙিয়ে টিকিট কেনা বাজার নাম করে টাকার দুর্নীতি করা চলবে না। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি আজ রবিবার সকাল ১১টায় বসিরহাট টাউনহল এলাকা থেকে*সুকল্যাণ বৈদ্য* বলেন- বিজেপির কর্মীরা এরকম ধরনের কাজ করতে পারেনা । কারণ টাকা দিয়ে বিজেপির কোন টিকিট পাওয়া যায় না