পোলবা-দাদপুর: পোলবার স্পোর্টস একাডেমীর ময়দানে সহরাই পরবকে কেন্দ্র করে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত রাজ্যের মন্ত্রী
পোলবার স্পোর্টস একাডেমীর ময়দানে শহরাই পরবকে কেন্দ্র করে আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল আজ। অনুষ্ঠান শেষে আজ রবিবার বৈকাল ৫ টা নাগাদ সংগঠন সূত্রে জানা যায় এদিন পোলবা সাহরায় লাকচার কমিটির উদ্যোগে পোলবা স্পোর্টস একাডেমীর ময়দানে শহরায় পরব উপলক্ষে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়ে গেল। মূলত আদিবাসী সমাজের নানান সংস্কৃতিক চর্চা যা বর্তমান সমাজে লুপ্তপ্রায় সেইসব চর্চা,,