ইংরেজবাজার: মহেন্দ্র টোলা এলাকায় জলে ডুবে মৃত্যু হল এক ছাত্রীর
বন্যার জলে ডুবে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে ভুতনি থানার অন্তর্গত মহেন্দ্রটোলা এলাকায়। বুধবার দুপুর দুটো নাগাদ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে আসা হল মালদা মেডিকেল। স্থানীয় সূত্রে জানা যায় মৃতার নাম হেমাঙ্গিনী মন্ডল।মৃত ছাত্রী পশ্চিম নারায়নপুর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত। এদিন বাড়ি সামনে বন্যার জমা জলে স্নান করতে যায়। আর সেই সময়ই ঘটে দুর্ঘটনা। ওই বন্যার জলে তলিয়ে যায় ওই কিশোরী।