দিনহাটা ২: মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপে পোয়াতুরকুঠি ছিটমহলে SIR ফর্ম গ্রহণ করছেন ছিটমহলের বাসিন্দারা
মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপে পোয়াতুরকুঠি ছিটমহলে SIR ফর্ম গ্রহণ করছেন ছিটমহলের বাসিন্দারা।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হস্তক্ষেপ ও নির্দেশে পোয়াতুরকুঠি ছিটমহলে এসআইআর (SIR) এনুমারেশন ফর্ম গ্রহণ বাসিন্দাদের। শনিবার দুপুর ১টা নাগাদ স্থানীয় ১২৮ ও ১২৯ নম্বর বুথে বাসিন্দারা সুশৃঙ্খলভাবে ফর্ম গ্রহণ করতে শুরু করেন। উল্লেখ্য গত মঙ্গলবারের একটি বিরূপ ঘটনা। ওইদিন বিএলও (BLO) কর্মী ফর্ম বিতরণ করতে এলেও, স্থানীয় বাসিন্দারা কোনো স্পষ্ট কারণ না দিয়েই তা