নলহাটি ২: ভদ্রপুরে রক্তের সংকট মেটানোর জন্য আয়োজন করা হয় রক্তদান শিবির
দোসরা নভেম্বর রবিবার বেলা দশটা নাগাদ নলহাটি দুই নম্বর ব্লকের ভদ্রপুর গ্রামে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির। এলাকার ভিলেজ পুলিশ ও রক্তের বন্ধন নামক কমিটির যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত হয় এই রক্তদান শিবিরের। রক্তের সংকট মেটানোর জন্যই এই উদ্যোগ নেওয়া হয়। মহিলা ও পুরুষ মিলে 30জন রক্তদাতা রক্ত দেন এই শিবিরে। শেষ হয় দুপুর দুটো নাগাদ।