বারাসত ২: খড়িবাড়ি হাড়োয়া খালে সেতু ভেঙে যাত্রীবাহী বাস খালে, জখম 46 জন, গুরুতর 9 জন
সাত সকালে অফিস যাওয়ার মুহূর্তেই দুর্ঘটনার কবলে পড়লো যাত্রীবাহী বাস। গুরুতর জখম হয়েছেন বাসে থাকা ৪৬ জন যাত্রী। রাজারহাটে থানার পুলিশ তাদেরকে রেকজোয়ানী হাসপাতালে নিয়ে যায় , তাদের মধ্যে গুরুতর ৯ জন যাত্রীকে ভর্তি করা হয়েছে আর জি কর হাসপাতালে।জানা গেছে শুক্রবার সকালে বেড়াচাঁপা থেকে চাকলা করুণাময়ীর বাস খড়িবাড়ি থেকে রাজারহাট এর দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও বাসযাত্রীদের অভিযোগ ড্রাইভার দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বারাসত ২ ব্লকের