ফরিদপুর দুর্গাপুর: সরকারি জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাতে এসে বাধার মুখে দুর্গাপুর নগর নিগম, পুলিশের সাথে বচোসা
সরকারি জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাতে এসে বাধার মুখে দুর্গাপুর নগর নিগম সোমবার দুপুর আড়াইটার সময়। পুলিশের সাথে বচসা। সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে আটক একাধিক। ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের ৩২ নম্বর ওয়ার্ডের পিয়ালা এলাকা। ঘটনাস্থলে কোকওভেন থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। দুর্গাপুর নগর নিগম থেকে একটি নোটিশ দেওয়া হয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, পিয়ালা এলাকায় একটি নির্মাণ রয়েছে দুর্গাপুর নগর নিগমের জমির ওপর।