কোতুলপুর: মায়ের গায়ে মায়ের পুজো,শুদ্ধ মন্ত্রচারণের দিয়েশুরু হলো জয়রামবাটী মাতৃ মন্দিরে শ্রী শ্রী জগধাত্রী পূজোর পুজো পাঠ
মায়ের গায়ে মায়ের পুজো, শুদ্ধ মন্ত্রচারণের মধ্য দিয়েশুরু হলো জয়রামবাটী মাতৃমন্দিরে শ্রী শ্রী জগধাত্রী পুজোর বিশেষ পুজোপাঠ, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, মাতৃ মন্দিরে ১৪৯ তম বর্ষে পদার্পণ করল জগধাত্রী পুজো,১৪৯ তম বর্ষে পদার্পণ করল এই পুজো।