ব্যারাকপুর ১: গারুলিয়ায় আত্মঘাতী যুবক সুমন মজুমদারের সুইসাইড নোট নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর
গারুলিয়া সোতলা ট্যাঙ্ক রোড এলাকার বাসিন্দা টোটো চালক সুমন মজুমদারের মৃত্যুর ঘটনা হিসেবে তার মা দাবী করেছেন এস আই আর আতঙ্কের কথা। সেই আত্মহত্যার ঘটনার স্থল থেকে সুমন মজুমদারের একটি সুইসাইড নোট উদ্ধার হয় সেই সুইসাইড নোট কে ঘিরে শুরু রাজনৈতিক চাপানোওর গারুলিয়া পৌরসভার পৌর প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা রমেন দাস জানান একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে যেখানে আত্মহত্যার কারণ হিসেবে সুমন মজুমদার এস আই আর এর ম ফর্ম বাড়িতে আসার পর তাদের কাছে প্রয়োজনীয় কাগজ না