মুরারই ১: 30 নম্বর বুথের সহায়তা কেন্দ্রে সকাল থেকে চলছে SIR ফ্রম ফিলাপের কাজ, ভিড় করেছেন স্থানীয় ভোটাররা
মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের 30 নম্বর বুথের সহায়তা কেন্দ্রে আজ 12ই নভেম্বর সকাল থেকে চলছে সাধারণ ভোটারদের SIR ফর্ম ফিলাপের কাজ। 30নম্বর ওয়ার্ডের সাধারণ ভোটারদের যাতে কোনরকম ফর্ম ফিলাপে অসুবিধা না হয় তার জন্য সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে 30 নম্বর ওয়ার্ডের তৃণমূলের বুথ সভাপতি থেকে শুরু করে এলাকার শিক্ষা অনুরাগীরা সহায়তা করছেন।এদিন সকাল থেকে সহায়তা কেন্দ্রে উপস্থিত ছিলেন গোড়সা অঞ্চল কনভেনার মাফিক শেখ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃ