গোপীবল্লভপুর ১: বাড়ির উঠোনে বিষধর কোনো পোকা বা প্রাণীর কামড় খেয়ে জখম মালিঞ্চা গ্রামের যুবক কে ভর্তি করা হল গোপীবল্লভপুর হাসপাতালে
বাড়ির উঠোনর বিষধর কোনো পোকা বা প্রাণীর কামড়ে খেয়ে জখম গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামের বছর ১৫ এর যুবক। ঘটনার পর জখম হওয়া ওই যুবক মঙ্গলবার সন্ধ্যা ৭ টা নাগাদ ভর্তি করা হল গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গিয়েছে ওই যুবকের নাম রাহুল খামরী বয়স ১৫ বছর,বাড়ি গোপীবল্লভপুরের মালিঞ্চা গ্রামে।