ভাঙড় ২: ভাঙ্গড় কোচপুকুরে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির উপস্থিতিতে SIR ক্যাম্প
আজ অর্থাৎ শনিবার বেলা ১১:৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভাঙ্গড় কোচপুকুরে এলাকার বিধায়ক নওশাদ সিদ্দিকীর উপস্থিতিতে SIR এর যাবতীয় কার্যক্রম করার জন্য শিবিরের আয়োজন করা হয়। যেখানে এলাকার মহিলা এবং পুরুষ উভয় ভিড় করে। নিজ হাতে ফর্ম ও পূরণ করতে দেখা যায় বিধায়ক কে।