প্রাক্তন সেনা জওয়ান এর বাড়িতে বাড়িতে না থাকার সুযোগে ভয়াবহ চুরি। জানা গিয়েছে গত ৮ তারিখ দুর্গাপুরে একটি আত্মীয় বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে সপরিবারে গিয়েছিলেন কালনা থানার অন্তর্গত নন্দগ্রাম এলাকার বাসিন্দা শঙ্কর চন্দ্র দত্ত। গতকাল রাতে বাড়ি ফিরে এসে তিনি দেখেন সদর গেট সহ বাড়ির ভেতরের একাধিক তালা ভাঙা, বাড়ির প্রত্যেকটি ঘরের আলমারির লকার ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে গহনার বাক্স।