দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পরে সতর্ক হল কাটোয়া থানার পুলিশ। যদিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। সেইমতো আজ সন্ধ্যার পরে কাটোয়া শহরের বিভিন্ন হোটেলে তল্লাশি চলছে পুলিশের।হোটেল গুলিতে কারা এসে রয়েছে, তাদের কি নাম পরিচয়, সমস্ত কিছুই তথ্য সংগ্রহ করে রাখা হচ্ছে পুলিশের তরফে।একই সঙ্গে কাটোয়া শহরের বিভিন্ন জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি। শহরে আসা যাওয়া করা বিভিন্ন গাড়িগুলি চেক করা হচ্ছে।