লংথরাই ভ্যালি: তিপ্রা মথা ছেড়ে বিজেপিতে ১০ ভোটার, ছাওমনুতে সাংগঠনিক সভায় দলবদল
আজ বিকেলে ছাওমনু এলাকায় ভারতীয় জনতা পার্টির (BJP) মন্ডলের উদ্যোগে ৫৪ নং বুথে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই সভাতে তিপ্রা মথা ছেড়ে ৫টি পরিবারের মোট ১০ জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের স্বাগত জানান উপস্থিত নেতৃত্ব। যোগদানপর্বে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক শম্ভুনাল চাকমা, মন্ডল সভাপতি বিপ্লব চাকমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্ব। বিজেপি নেতৃত্ব নবাগতদের স্বাগত জানিয়ে বলেন,