হাসনাবাদ: আধুনিক পদ্ধিততে জমি জরিপের কর্মশালা হাসনাবাদে
উত্তর চব্বিশ পরগনা জেলা ও বসিরহাট মহকুমা ল্যান্ড সার্ভেয়ার ইউনিয়নের তরফে আধুনিক পদ্ধতিতে জমি মাপজোকের পাঠ নিতে বিশেষ কর্মশালার আয়োজন হাসনাবাদে। হাসনাবাদ বিডিও অফিস সংলগ্ন স্থানে শনিবার বিকাল ৪ টা নাগাদ এই কর্মশালায় হাজির হন মহকুমার প্রায় পঞ্চাশ জন সার্ভেয়ার। আগামীদিনে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সম্পুর্ন স্যাটেলাইট মাধ্যমে এই মাপজোকের কাজ হবে, তারই প্রস্তুতি হিসাবে সকল আমিন কে এই বিষয়ে পারদর্শী করে তুলতে আগে থেকেই এই কর্মশালার আয়োজন। কর্মশালা শেষে অল বেঙ্গ