মেমারি ১: মেমারিতে পারিবারিক অশান্তি, ছোট ভাইয়ের কান কেটে দিলো বড় ভাই
মঙ্গলবার রাত আনুমানিক ৮-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মেমারির তক্তিপুর এলাকায় দুই ভাইয়ের মধ্যে পারিবারিক অশান্তির কারণে বচসা হয়। হঠাৎ বড় ভাই রাজেশ মল্লিক তাঁর ছোট ভাই হীরা মল্লিককের দিকে ধারালো কাটারি নিয়ে তেড়ে আসে এবং হীরা মল্লিককের কান ও গলায় আঘাত করে। ফলে কান কেটে যায়। তড়িঘড়ি পরিবারবর্গ হীরা মল্লিককে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য।