ময়না: পিতপুরের ৭৪ নম্বর আইসিডিএস কেন্দ্রের তালা ভেঙে চুরি এলাকায় চাঞ্চল্য থানায় অভিযোগ দায়ের
পিতপুর প্রাথমিক স্কুলে ১৪ নম্বর আইসিডিএস কেন্দ্রের তালা ভেঙে চুরি এলাকায় চাঞ্চল্য থানায় অভিযোগ দায়ের |গতকাল রাতে স্কুলের তালা ভেঙে আইসিডিএস কেন্দ্রের মজুদ চালের বস্তা কম্পিউটার থালা-বাসনসহ একাধিক জিনিসপত্র চুরি করে চপ্পড় দিয়েছে চোর আজ সকালে আইসিডিএস এর দিদি অনিতা দাস কেন্দ্রে এসে দেখেন স্কুলের তালা ভাঙ্গা ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র খোয়া গেছে। তিনি ফোন করে এলাকার পঞ্চায়েত সদস্য কে জানান স্কুলের প্রধান শিক্ষককে জানালে তিনি থানায় অভিযোগ করেন