মাংসাসী উদ্ভিদের দেখা মিললো পুরুলিয়ার বলরামপুরের শোলডি গ্রামে।পাশাপাশি রাকাব জঙ্গলেও পাওয়া গেছে বিরল প্রজাতির সূর্য শিশির উদ্ভিদ।উদ্ভিদ বিজ্ঞানী সুব্রত রাহাকে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সূর্যশিশির উদ্ভিদ পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রচুর পরিমানে পাওয়া যায়। অনেকে অহেতুক সোশ্যাল মিডিয়ায় সূর্যশিশির উদ্ভিদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে ছোট লতানো উদ্ভিদের মতো এই বিরল প্রজাতির সূর্যশিশির শুধু মাত্র পুরুলিয়ার রাকাব জঙ্গলে পাওয়া যায়।