দিনহাটা ২: দিনহাটায় SIR এ ভোটার তালিকায় নাম তুলে দেবার নামে ৫হাজার টাকার দাবি BJP কর্মীর! স্থানীয়রা আটক করে দিলেন পুলিশে
SIR এ ভোটার তালিকায় নাম তুলে দেবার জন্য এলাকায় যাদের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই তাদের কাছ থেকে ৫০০০ করে টাকার দাবি দিনহাটা বিধানসভার বিজেপির ২ নং মন্ডল সহ সভাপতি দেবব্রত দাসের ভাই শ্যামল দাসের, এমনটাই অভিযোগ। সোমবার দুপুর ২টা নাগাদ কিসামত দশগ্রাম এলাকায় গ্রামবাসীরা হাতেনাতে সেই ব্যক্তিকে ধরে উত্তম মাধ্যম দিয়ে তুলে দিল পুলিশের হাতে। গোটা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখে পোস্ট করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। যদিও বিজেপি নেতা ব