ইংরেজবাজার: ঘোরাপির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়িতে ঢুকে পড়ল একটি মারুতি গাড়ি প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যরা
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা বাড়িতে ঢুকে পড়ল একটি মারুতি গাড়ি। অল্পের জন্য রক্ষা পেল পরিবারের সদস্যরা। রবিবার রাত আনুমানিক আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার ঘোড়াপীর এলাকায়। জানাযায় ও এলাকার বাসিন্দা বাসন্তী ঘোষ এর বাড়িতে ধাক্কা মারে গাড়িটি। বাড়িতে তার নাতনি ঘুমিয়ে ছিলো। তিনি বাইরে ছিলেন। অল্পের জন্য রক্ষা পায় পরিবারের সদস্যরা। নেশাগ্রস্ত অবস্থায় ছিল গাড়ি চালক। ঘাতক গাড়ির চালককে আটক করেছে পুলিশ।